এক টুকরো মেঘ ছুয়ে রোদ্দুরালোকিত হতে চেয়েছিলো মেয়েটি। আর দশজন মানুষের মতোন স্বাভাবিক একটি জীবন যাপন করতে চেয়েছিলো। কিন্তু সামাজিক প্রতিবন্ধকতাই যেনো তার জীবনের নির্মম অভিশাপ হয়ে দাড়ালো!
আজ থেকে অনেক দিন আগে, এখান থেকে অনেক দূরে এক শহরে বসে এক নির্জন সন্ধ্যায় আমি মার্ক অসবোর্ন-এর এই শর্ট ফিল্মটি প্রথম দেখেছিলাম। খুব বেশী কিছু বলা বাহুল্য। তাই তুলে দিলাম ১৯৯৮ সালে নির্মিত মার্ক অসবোর্নের অ্যানিমেটেড শর্ট ফিল্ম More...