এফ এম রেডিওর কল্যাণে আজকাল অডিও বাজার খানিকটা চাঙ্গা হয়েছে। মানুষ অনেক গানই রেডিওতে শুনে পছন্দ করছে, এরপর দোকানে যেয়ে কিনছে। আন্ডারগ্রাউন্ড ব্যান্ড কিংবা অর্ণব, ফুয়াদ,হাবিব অথবা মিতা হক, বন্যা -এসবই আমাদের চেনা নাম। এই শিল্পীদের নতুন কোন অ্যালবামের পোস্টার যখন আমরা দেখি, তখন তাই আমরা অবাক হই না। কিন্তু এই দেশে এরা ছাড়াও আরো অনেকেই অ্যালবাম বের করে থাকেন। তাঁদের কথা আমরা অনেকেই ...