আনন্দ মিছিল ফাঁসি
চির কাঙ্ক্ষিত একটি আনন্দ মিছিল
লিখেছেন ঈয়াসীন [অতিথি] (তারিখ: রবি, ৩১/০৩/২০১৩ - ১০:৫৯পূর্বাহ্ন)ক্যাটেগরি:
সারারাত উৎকণ্ঠা, ঘুম হয়নি একটুও। না, হয়েছে বোধহয় সামান্য; ভোরের দিকে। উচাটন মনও কখনও কখনও হার মানে ক্লান্ত শরীরের কাছে। আধো তন্দ্রায় ফজরের আযান শুনেছি। এরপর ঘুমিয়ে পড়েছিলাম অল্প কিছুক্ষনের জন্যে। কি যেন আবোল তাবোল স্বপ্ন দেখলাম, মনে করতে পারছি না। এখন ক’টা বাজে, সাতটা?