জ্য পল সাত্রে
সদ্য পড়া বই, জ্য পল সাত্রের আত্নজীবনী - শব্দেরা
লিখেছেন তারেক অণু (তারিখ: রবি, ২৮/০৪/২০১৩ - ৯:৫৫অপরাহ্ন)ক্যাটেগরি:
বছর কয়েক আগে 501 Must Read Books নামের এক বই জোগাড় করেছিলাম, অলস পাঠকেরা যেমন করে আর কী, যেন সেই ৫০১টা বই পড়লেই জগতের সব সাহিত্য সম্পর্কে ঝানু হয়ে যাব, বেছে বেছে কিছু পড়া হবে আর মাঝে মাঝে ইজি চেয়ারে পা ঝুলিয়ে কপাল কুঁচকে ভাবব যে এই কয়টা বই-ই এখন পর্যন্ত পড়তে পারলাম না!