ভাইয়ের রক্ত
এনাফ ইজ এনাফ
লিখেছেন জোহরা ফেরদৌসী (তারিখ: রবি, ০৫/০৫/২০১৩ - ১০:৩৩অপরাহ্ন)ক্যাটেগরি:
অবিন্যস্ত দৃশ্যগুলো
বাড়ির গিন্নি প্রতিদিন দু’বেলা সবার খাওয়ার পরে গৃহপরিচারিকাকে খাবার বেড়ে দেন। মেলামাইনের প্লেটের ওপর ভাত। নিজেরা যে চালের ভাত খান, সে চালের না। আলাদা করে কেনা হয় মোটা চাল। কাঁকড়-টাকড় বাছা হয় না। উঁচু ঢিবি করা ভাত। এক পাশে গতকালকের বাসি মাছের তরকারির উচ্ছিষ্ট, একটু ডাল। আর বড়জোর আজকের ভাজি।