সতর্কীকরণ – নিরামিষভোজীদের জন্য অস্বস্তিকর হতে পারে।
রিও মহানগরীতে পা দেবার পরপরই ইসাইয়াস সেরণা বলল যেহেতু এটা আমাদের একসাথে ভ্রমণের শেষ গন্তব্য, আমাদের অবশ্যই উচিৎ হবে রিও সৈকতে আচ্ছাসে গড়াগড়ি করার পাশাপাশি একদিনের জন্য হলেও চুরাস্কোতে যাওয়া।
চুরাস্কো ? সে কী আচানক বস্তু? খায় না মাথায় দেয়?