প্রতিমাসে কালার গানের হাতে নির্যাতিতা কুকিলদের নিয়ে একবার করে হানা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো কুকিল ফিচারিং কালা। মরদ কা বাত হাতি কা দাঁত। মাস ফুরাতে বাংলাদেশে এখনও ঘন্টা দুয়েক বাকি। এসে গেলো কুকিল ফিচারিং কালার দ্বিতীয় পর্ব।
খবরের কাগজ পড়লে রক্তচাপ বেড়ে যায়। কয়েক মাস ধরেই কোনো সুসংবাদ নেই চারদিকে। নানা ফ্যাকড়ায় পড়ে যখন মেজাজ নষ্ট হতে থাকে, তখন স্ট্রেস কাটানোর জন্যে গান গাওয়ার চেষ্টা করি। ব্যাপারটা আরো ভালো কাটে যখন লোকজনকে জোর করে ধরে সে গান শোনানো যায়। কারণ পৃথিবীতে স্ট্রেসের পরিমাণ একটি ধ্রুবক, একজনের স্ট্রেস কমলে আরেকজনের বাড়বে।