আফতেন পোস্টেন
ভিনদেশী পত্রিকায় স্বদেশ
লিখেছেন রকিবুল ইসলাম কমল [অতিথি] (তারিখ: রবি, ০৪/০৮/২০১৩ - ৯:০১অপরাহ্ন)ক্যাটেগরি:
[justify]লিসবেথ নামের আমাদের এক বয়স্ক সহকর্মী তার প্রতিদিনের পত্রিকাটি পড়া শেষ হলে আমার বউ এর টেবিলে রেখে যায় যেন অন্তত হেডলাইন গুলোতে চোখ বুলাতে গিয়ে অথবা কোন পৃষ্ঠার ছবি দেখে উৎসাহী হয়ে খবরটি পড়ার চেষ্টা করে এবং ধীরে ধীরে নরওয়েজিয়ান ভাষাটা শিখে ফেলে!