রাসমেলা
ছবিব্লগঃ আমার উত্তরবাংলা ২
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১২/০৮/২০১৩ - ১০:৩৯অপরাহ্ন)ক্যাটেগরি:
মেলায় যাবেন? আরে, নানা, এক্সপো-টেক্সপো নয়। এ হল গিয়ে আপনার রাসমেলা। বাংলা অঘ্রান মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয়ে টানা পনের দিন। তারপর ভাঙা মেলা তো আছেই। না, ভাঙা মেলা থাক। আজ বরং একটা গোটা মেলার গল্প শোনাই। গল্প অল্পই আছে, সাথেথাক কাঁচা হাতের ক-খান হাতেগরম ছবি।