যাই পেরিয়ে
ফেরা, না ফেরা
লিখেছেন জোহরা ফেরদৌসী (তারিখ: শনি, ১৭/০৮/২০১৩ - ১:৩৭পূর্বাহ্ন)ক্যাটেগরি:
গভীর ঘুমের মধ্যে ছুটছে এক বালিকা। পরনে তার সমুদ্র নীল জামা। ঘটি হাতায় সাদা রঙ্গের লেইস। গুচ্ছের চুল বিনুনি করে হলদে ফিতায় বাঁধা। মাঠ ভর্তি হলুদ সর্ষে ক্ষেত। ক্ষেতের আইল ধরে ছুটছে সেই অবোধ বালিকা... ছুটছে...ছুটছে...ছুটছে...
কবে থেকে এই ছোটার শুরু?