চন্দ্রনাথ মন্দির
চন্দ্রনাথ মন্দির ও সীতাকুন্ড ইকোপার্কে একদিন
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২৪/০৮/২০১৩ - ৬:১৬অপরাহ্ন)ক্যাটেগরি:
গত তিন বছর ধরে প্ল্যান করছি শিব চর্তুদশীর মেলার সময় চন্দ্রনাথ যাব। কিন্তু নানান ঝামেলার কারনে যাওয়া হয়ে উঠেনি। অবশেষে ঈদের পরের দিন চন্দ্রনাথ ধাম দর্শন করে আসলাম। সাথে বোনাস হিসাবে সীতাকুন্ড ইকোপার্ক। আমরা ছয়জন ঈদের দিন সন্ধ্যায় ফেনীতে এক বন্ধুর বাসায় উঠলাম। পরদিন ভোর ৬.৩০ টায় আমরা ৭ জন সীতাকুন্ডের উদ্দ্যেশে যাত্রা করলাম।