রেসিজম, মানবতার বিরুদ্ধে সবচেয়ে আদি শত্রু এবং মানুষের সবচেয়ে পুরোন সাথী। মানুষ যেদিন হতে ঈশ্বর আর শয়তান নামের দু’জনকে চিন্তা করতে শুরু করলো এবং ভাল ও খারাপ কাজের জন্য যথাক্রমে দু’জনকে দায়ী করতে থাকলো, সেদিন হতে রেসিজম মানুষের চিন্তার সঙ্গী। ছোটবেলায় পড়েছি, “পাপকে ঘৃনা কর, পাপীকে নয়’- এই কথাটি আজো অক্ষরে অক্ষরে সত্য হয়ে রয়ে আছে। যেদিন হতে আমরা ভেবেছি ভাল কাজ হচ্ছে ঈশ্বরের আর খার...
বিংশ শতাব্দীর প্রকৃত বীরদের মধ্যে অন্যতম একটি নাম রেভারেন্ড ডক্টর মার্টিন লুথার কিং। কৃষ্ণাঙ্গ ধর্মযাজক ছিলেন। গত শতাব্দীর মাঝামাঝি সময়ে সংখ্যালঘু কালো ...