স্বাস্থ্য ব্যবস্থা
কসাই ডাক্তার!
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২০/০৯/২০১৩ - ৫:০১অপরাহ্ন)ক্যাটেগরি:
ইন্টার্ন ভাইয়া বলে যাচ্ছেন, ''আমার ডিউটি সেদিন ছিল ট্রমা সেন্টারে। দুপুরের দিকে একজন পেশেন্ট আসলো। রোগীর সাথে দুইজন লোক। একজন দেখলাম তেমন কথা বলছে না, তবে চোখে দিশেহারা ভাব, অন্যজন বকবক করেই যাচ্ছে।। বিশাল জ্ঞানী। অন্য লোকটাকে বলছে, ''কি রকম রক্ত পড়ছে দেখছেন?