ইদানিং ঢাকা থেকে ফোন আসলে না ধরে থাকার চেষ্টা করি।
একটা করে ফোন আসে, কেউ একজন চলে যায়, সময়টাই এখন এমন।
বয়স হয়ে গেছে, পাকা চুল ঢাকতে নাপিত রঙ মাখে ।
আয়নায় যে মানুষটাকে দেখা যায়, তাকে আজ আর খুব সহজে তরুন বলা যায় না।
জন্মদিন এলে তাই কেমন একটা অসস্তি নিয়ে দিনটা কাটে, খানিকটা হয়তো ভয়ও করে ।
গুনে গুনে পাঁচটা বছর চলে গেল।
মনের মধ্যেও শেষে ধূলো জমে যায়।