মারিবোর
আমারও ভ্রমণ কাহিনী লিখতে ইচ্ছে হলো
লিখেছেন ইয়াসির আরাফাত [অতিথি] (তারিখ: সোম, ০৭/০১/২০১৩ - ১১:৫৮অপরাহ্ন)ক্যাটেগরি:
সচলে ভ্রমণ কিংবা ছবি ব্লগ দেয়া একটা লজ্জ্বার বিষয় হয়ে গেছে আমার মত কিছু “আম” পাবলিকের জন্য। চোখ ধাঁধানো সব ছবি কিংবা দুর্ধর্ষ দুর্গম লোমহর্ষক রোমাঞ্চকর যাত্রা কাহিনী এখন ডালভাত। এভারেস্টে না উঠেও মহামতি তারেকাণু নিজেকে নিয়ে গেছেন এভারেস্ট উচ্চতায়, বাকিরাও সেখানে পৌঁছুবার পথ ধরেছেন।