ভ্রমণ আলোকচিত্র ফটোগ্রাফি নেপাল
ছবিতে নেপাল ঃ পাহাড়ে আর মানুষে(১ম পর্ব)
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৭/১১/২০১৩ - ৩:০৪অপরাহ্ন)ক্যাটেগরি:
ছবি তুলি আর এর বদৌলতে ঘুরাঘুরি করা হয়। পুরান ঢাকার রাস্তায় ছবি তুলে কাটছে বিশ্ববিদ্যালয় জীবনের বেশিরভাগ সময়। অনেক দিন ধরেই ভাবছি দেশের বাহিরে ছবি তুলতে যাব।অবশেষে অনেক দিনের জমানো কিছু সম্বল আর কিছু ধার করে গেল অক্টোবর এ পাড়ি দিলাম নেপালের পথ। এখানে থাকছে কাঠমান্ডু এ তোলা ছবি।ভক্তপুর আর পোখারাতে তোলা ছবি গুলো জমানো থাকলো অন্যকোন সময়ের জন্য।