বিরাট
মহাভারতে তিন রাজনৈতিক নারী। ৩। দ্রৌপদী। পর্ব ৭
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: সোম, ১৮/১১/২০১৩ - ১২:৪৭পূর্বাহ্ন)ক্যাটেগরি:
- ব্লগরব্লগর
- অজ্ঞাতবাস
- অর্জুন
- উত্তরা
- কর্ণ
- দুর্যোধন
- দ্রৌপদী
- বিরাট
- বৃহন্নলা
- ভীম
- মহাভারত
- যুধিষ্ঠির
- স্বৈরিন্ধী
ভাগ্যের ভাটিযাত্রায় সম্রাজ্ঞী দ্রৌপদী এখন স্বৈরিন্ধী ছদ্মনামে মৎস্যদেশের রাণী সুদেষ্ণার দাসী। বহু হিসাব নিকাশ কইরাই তেরো নম্বর বচ্ছরে অজ্ঞাতবাস করতে পাণ্ডবরা বাইছা নিছে মৎস্যদেশের রাজা বিরাটের প্রসাদ। পাশাখেলার শর্ত হিসাবে দুর্যোধন যদি এখন পাণ্ডবদের খুইজা বাইর করতে পারে তয় আরো বারো বচ্ছরের বনবাস আর এক বচ্ছর অজ্ঞাতবাস এবং সেই অজ্ঞাতবাসেরও শর্ত একই সেইম...