আকাশটা তখন অদ্ভুত ছাই রঙের।শীতকালের এমন মেঘলা আকাশ সচরাচর দেখা যায় না। প্রচন্ড ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে মাঝে মধ্যেই।ইচ্ছে করল না রিকশা ঠিক করি। যে পথে এসেছিলাম সে পথেই আবার হাটতে শুরু করলাম।
এই গাছগুলি সবাই আমার পরিচিত, এই রাস্তার পিচটাও কত পরিচিত। তবু আজ যেন কত অচেনা লাগলো। আস্তে আস্তে ইলশেগুড়ি বৃষ্টি শুরু হল, চারপাশে সবাই দৌড়ে ছায়াতে চলে গেল ...