Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

প্যাচপ্যাচে নস্টালজিয়া

ধুলোর দিনে ফেরা..

তিথীডোর এর ছবি
লিখেছেন তিথীডোর (তারিখ: সোম, ১৬/১২/২০১৩ - ৮:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

..সেই ভিজে মেঘের দুপুরে উড়েছিলে চিল সোনালি ডানার..
তোমার কান্নার সুরে ধানসিড়ি দ্যাখে ম্লান চোখে অন্ধকার।
পৃথিবীর রাঙা রাজকন্যা চলে যায় দূরে সবটুকু রূপ নিয়ে---
সে দুঃখ পড়ে থাকে ঘাসের পাখনায়, আমি কাতর লিখিয়ে!

___________________________________________________________________

শীত ঋতুটা কি অন্যরকম, বছরের অন্য সময়ের চেয়ে?