..সেই ভিজে মেঘের দুপুরে উড়েছিলে চিল সোনালি ডানার..
তোমার কান্নার সুরে ধানসিড়ি দ্যাখে ম্লান চোখে অন্ধকার।
পৃথিবীর রাঙা রাজকন্যা চলে যায় দূরে সবটুকু রূপ নিয়ে---
সে দুঃখ পড়ে থাকে ঘাসের পাখনায়, আমি কাতর লিখিয়ে!
___________________________________________________________________
শীত ঋতুটা কি অন্যরকম, বছরের অন্য সময়ের চেয়ে?