গতকাল কী কারণে যেন সন্ধ্যার পর রাস্তায় বের হয়েছিলাম। ঘাড়ে দু’তিন ফোঁটা পানি পড়ল। কোত্থেকে পড়ে তা দেখার জন্য উপরে তাকায় দেখি ইয়া বড় এক চাঁদ উঠেছে। চাঁদে চোখ পড়ার সাথে সাথে শোলক বলা কাজলা দিদি, ঝলসানো রুটি, ফুলের বনে যার পাশে যাই তারেই লাগে ভাল, গৃহত্যাগী জ্যোৎস্না ইত্যাদি হাবিজাবি লাইন লাইন ধরে দাঁড়ালো। পস্ দিলাম, দেখি নিজের কী মনে হয়। ফকফকে মাথা। এদিক ওদিক ঝাঁকাই, পরিপাটি খালি। এ ...
কারো সর্বনাশ, কারো পৌষ মাস। বেচারা হিমু নেট ছাড়া অনেক কষ্টে আছে বা ছিল নিঃসন্দেহে। কিন্তু সেটা নিয়ে একটু রম্য করার লোভ সামলাতে পারলাম না। সুজনদার মতো তো আর আঁকাআঁকি করতে পারি না। তাই তাঁর আঁকা ছবি চোথা মেরে কোলাজের অপচেষ্টা। কা...