দিনরাত্রি শুধু যন্ত্রণা ছেঁয়ে থাকে ব্যাকুলতা সময়কে ছাড়িয়ে যায় শূন্যতার সীমাকেও হার মানায়- আকাশ-মাটি সর্বত্র একাকীত্ব, আর পরছায়ায় অপূর্ব তুমি!!
ইদানীংকার কাব্যকথায় শুধুই সে- যে একান্ত আপন, হৃদয়ের গহীনে আমার আজন্ম লালিত মনের ...