ফর্সা
ফেয়ার অ্যান্ড লাভলী
লিখেছেন তারেক অণু (তারিখ: শুক্র, ০৭/০৩/২০১৪ - ৭:০৩পূর্বাহ্ন)ক্যাটেগরি:
ফেয়ার অ্যান্ড লাভলী শব্দ তিনটির সাথে প্রথম পরিচয় ধোঁয়াটে শৈশবে, গ্রাম থেকে আগত এক চাচাতো বড় বোন আমার বাবার কাছে অস্ফুট স্বরে বলেছিল এই ক্রিমটি কিনে দিতে, এটা নিয়মিত গায়ে মাখলে নাকি চামড়া ফর্সা হয়।