সাদা সাপ, কালসাপ
যারা উপকথা পড়তে ভালোবাসেন বা এই ব্যাপারে কিঞ্চিত খোঁজ-খবর রাখেন তারা চীনা উপকথার সাদা সাপের গল্পটা জানেন। আমি গল্পটার পুনরাবৃত্তি করতে চাইনা। সেই গল্পের ঘটনা চীনের কোথায় ঘটেছিলো সেটা নিয়ে নানা মত আছে। এক পক্ষের মতে ঘটনা মিঙ শাসনামলে ঝেজিয়াঙ প্রদেশের রাজধানী হাঙচৌ-এর শী হু বা পশ্চিম হ্রদ এলাকার লেইফেঙ মন্দিরে ঘটেছিলো। আরেক পক্ষের মতে ঘটনা চিঙ শাসনামলে জিয়াঙসু প্রদেশের ঝেনজিয়াঙ শহরের কাছের জিনশান মন্দিরে ঘটেছিলো। পশ্চিম হ্রদ আর তার আশেপাশের সব মন্দির, খোদাই চিত্র সম্বলিত গুহা, স্তুপ দেখার সুযোগ হয়েছিলো ২০০১ সালে। আর জিনশান মন্দিরে যাবার সুযোগ আসে ২০১১ সালে। শ্বেত সর্পিনীর দুই তীর্থ দেখতে আমার দশ বছর লেগে গেলেও এই দশ বছরে গণচীনের এখানে সেখানে ভালোবাসা আর ত্যাগের মহিমায় পূর্ণ সাদা সাপের দেখা পেয়েছি বিস্তর। দুঃখজনক হলেও সত্য, তার সাথে কালসাপের দেখাও পেয়েছি অনেক।