মাইয়েলোজেনাস
ক্যান্সারের বিরুদ্ধে সংগ্রামের এক অসাধারণ গল্প
লিখেছেন সজীব ওসমান (তারিখ: শুক্র, ২৫/০৪/২০১৪ - ৩:১৯অপরাহ্ন)ক্যাটেগরি:
আমার এক বন্ধু গত ১৭ এপ্রিল তার ক্যান্সার মুক্তির ২ বছর পূর্তি উদযাপন করলো। আনন্দে ঝলমল হয়ে যখন আমাকে জানালো তখন আমার মনে হল- আমি তো আরেকটি এমন দারুণ সত্যি ঘটনা জানি! একটি পরিবারের মৃত্যুকে ফিরিয়ে দেয়ার গল্প, হাল ছেড়ে না দেয়ার গল্প। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ক্যান্সারের বিরুদ্ধে সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জন্য অনুপ্রেরণার গল্প। শুনুন।