অডিও শিল্প
ধ্বংসপ্রাপ্ত অডিও শিল্পঃ দায় সবার
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৭/০৫/২০১৪ - ৫:২৬অপরাহ্ন)ক্যাটেগরি:
পেশাগত কারনে গত সপ্তাহে ময়মনসিংহে যাই। সেখানে এক পূর্ব পরিচিত এক অডিও ব্যবসায়ীর সাথে দেখা হলো। দেখি তাঁর দুই যুগেরও অধিক পুরাতন অডিও ক্যাসেট--সিডির দোকান ফ্যানের দোকানে পরিণত হয়েছে। বললাম, “ভাই একি অবস্থা”!