হেফি বাড্ডে সচলায়তন
সচলের বাড্ডে, বাকি সব বাদ দে..
লিখেছেন তিথীডোর (তারিখ: মঙ্গল, ০১/০৭/২০১৪ - ১০:৫২পূর্বাহ্ন)ক্যাটেগরি:
সচলের জন্মদিন ছিল আজ। মনে ছিলো না তারিখটা আসলে।
দিন-তারিখ মনে থাকেও না ইদানিং। দেশে তেল নাই, গ্যাস নাই, একটু বৃষ্টি হলেই চট্টগ্রাম শহর জুড়ে থইথই পানি-- সেসবের কোন প্রতিকার নাই, ব্যক্তিগত বেতাবেদনার সীমা- পরিসীমা নাই। প্রায় হাজার চারেক ডলারের টেনশন ঝুলছে মাথায়। কাজকাম কিছুই যেহেতু করি না, করতে ইচ্ছেও করে না... সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো টবে মানিপ্ল্যান্টের চারা পোঁতা।