[justify]
আমরা যখন ছোট ছিলাম তখন ভালোবাসা দিবস বলে কিছু ছিল না - মানে বাংলাদেশে পালন হতো না এই দিবস। আমরা কেউ কোনদিন অনুভব করি নি যে ভালোবাসার জন্য একটা দিবস লাগবে। কিন্তু আমি এই দিবসের বিরুদ্ধে না। সত্যি কথা বলতে বর্তমান পৃথিবীর অবস্থা দেখে আমার মনে হয় ভালোবাসার জন্য একটা দিবস বরাদ্দ রাখাটা খুবই জরুরী।
ভালোবাসা দিবস - শুনলেই মনে হয়, কেবল এই দিনটিই ভালোবাসার জন্য। অন্য দিনগুলোয় ভালো না বাসলেও চলবে। বাংলা কোন এক সিনেমার গানটি স্মর্তব্য: "আজকে না হয় ভালোবাসো, আর কোনওদিন নয়"
আজকের ছড়াটি সত্যিকারের প্রেমিক-প্রেমিকারা লঘুচিত্তে গ...