কামারু
টুকরো টুকরো লেখা ২৯
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ০৯/০৪/২০১৫ - ১১:৫০অপরাহ্ন)ক্যাটেগরি:
গত সপ্তাহে মধ্য-জার্মানীতে ভূতুড়ে আবহাওয়া। এই রোদ এই বৃষ্টি এই তুষার। সেই তুষার আবার মাটিতে পড়তে পড়তে জল। রোদ একটু উঁকি দিতে না দিতেই অশ্লিল মেঘ। পরশু রাত থেকে একটু একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজকে দুপুরে বেশ ভালো। শীত থেকে পোলভোল্ট করে গ্রীষ্মে না গিয়ে অন্তত কয়েকটা দিন বসন্ত পাওয়া যাবে আশা করার মত।
১.