(আমি পদার্থবিজ্ঞানের ছাত্র হলেও এই লেখায় ইচ্ছা করেই পদার্থবিজ্ঞানের ভাষা এবং সংজ্ঞাগুলো খুব শক্তভাবে ব্যবহার করি নি... কারণ আমার লেখার উদ্দেশ্য মানুষকে বিজ্ঞানটা বুঝানো না, বিজ্ঞানের মানবিক দিকটা তুলে ধরা! এজন্য বিজ্ঞানমনস্ক পাঠকের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি!)
মুহাম্মদ (মুহাম্মদ২০১৭)
---------------------------------
মনে হচ্ছে, এক রাতের ঘুম শেষে সবে উঠেছে। কিন্তু বাউম্যান জানে, সে ক্রায়োসংরক্ষিত হয়ে ছিল দীর্ঘ পাঁচশ বছর। এও জানে, আজকের দিনটি হল ২৫৮৭ সালের ১৫ই মে। পাশে তাকিয়ে লকউডকে দেখতে পেল, ক্রায়োসংরক্ষ...