ছাগুদের ফেসবুক পেজ
ফেসবুকে মজার ভিডিও বা ছবি: উদ্দেশ্য এবং বিধেয়
লিখেছেন আনু-আল হক [অতিথি] (তারিখ: বুধ, ১০/০৬/২০১৫ - ৪:৪৮অপরাহ্ন)ক্যাটেগরি:
ফেসবুক বহুবিধ কারণে ব্যবহৃত হয়: সেলফি থেকে শুরু করে সামাজিক আন্দোলন, রক্তদান কর্মসূচী থেকে শুরু করে বোলগার খুন, সবই। অতএব, ফেসবুক খারাপ কি ভালো, সেটা নির্ভর করে কে কী উদ্দেশে কীভাবে ব্যবহার করছে সেটার উপর। এই আজাইরা কথাটা না-পাড়লেও চলেতো। আজকের আলোচ্য বিষয় নিয়ে যা বলতে চাই, সেটা শুরু হওয়ার কথা ছিলো দ্বিতীয় প্যারা থেকে। অতএব, প্রথম প্যারার এখানেই সমাপ্তি।