পথে যেতে যেতে
যতবার শোন তুমি
রিকশার টুং টাং বেল
যতবার পাশ দিয়ে হুশ-হাশ
ছোট-বড় গাড়ি চলে যায়
জেনো—
আমি তোমার প্রতীক্ষায়।
আনমনা কোন বিকেল বেলায়
ফুটছে চায়ের পানি ফোঁস ফোঁস
সাদা সাদা ফোঁটা জমে কেতলীর গায়
তারপর, চিনি দিতে ভুলে গেছ বলে
তেতো স্বাদ যদি ভরে ওঠে মুখটায়
জেনো—
আমি তোমার প্রতীক্ষায়।
শান্ত দীঘির জলে
জাগে যদি হঠাৎ কাঁপন
দমকা বাতাসে
জানালার কপাটগুলো
দুমদাম বাড়ি খায়
এলোম...