বাজেট ২০১৫
খুচরো তথ্য : বাজেট ২০১৫
লিখেছেন শেহাব (তারিখ: বুধ, ০৮/০৭/২০১৫ - ১০:০৮পূর্বাহ্ন)ক্যাটেগরি:
আমার কেবলমাত্র এ বছরের বাজেট পড়া শেষ হল। ভাবলাম কিছু খুচরো তথ্য বা ট্রিভিয়া সেখান থেকে এখানে টুকে রাখি। তথ্য বাছাইয়ের একমাত্র ভিত্তি হল পাঠক হিসেবে আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া।
১। আমরা যদিও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাজেটটি শুরু হয়েছে ধর্মীয় প্রথা দিয়ে।