দেহ দিলে দেহ পাওয়া যায়
দেহে তার তবু নাই গতি
দেহে তার যত যাওয়া আসা
তত মিছে রতি ও আরতি।
দেহেতে দাগের পরে দাগ
দেহে তার নিপুন গণিত
দেহে যত গলি উপগলি
মুদ্রায় সোনালী-রূপালী।
দেহ নদে বাও দেহতরী,
দেহেতে আছেন দেহধারী,
দেহে যত দেহের ...
চুল থেকে কালো পেলো মেঘ ও রাত্রি
রংধনু জন্মালো ভুরুর বাঁকায়
চোখের দৃষ্টিতে বজ্র পেলো পোড়ানোর নির্মম ক্ষমতা এক
ঠোঁটের স্নিগ্ধতায় মদ সিগারেট বিষ
কন্ঠে সরব গানের পাখিরা রাতের শেষে ডাকে
সোনালি দিনের দ্বারে
স্তনের অনুকরণে মসজি...