ভাগ হলো মাটি, ভাগ হলো জল ভাগ হলো ছেঁড়া কাঁথা কম্বল, ভাগ হয়ে গেলো মানুষের মাথা কান্নার ধ্বণি চির স্তব্ধতা। আরতির শাঁখে আযানের টান, সাত নাড়ি ছিঁড়ে উঠে আসা গান ভাগ হলো।
ভাগ হলো ছেঁড়া কাঁথা কম্বল,
ভাগ হয়ে গেলো মানুষের মাথা
কান্নার ধ্বণি চির স্তব্ধতা।
আরতির শাঁখে আযানের টান,
সাত নাড়ি ছিঁড়ে উঠে আসা গান
ভাগ হলো।