আম্মুর স্টিলের আলমারির এক কোনে দুনিয়ার জিনিস পত্রের সেরকম বিশাল এক গাঁট্টি ছিলো। তাতে উলের নকশার প্যাটার্ন থেকে শুরু করে পোকায় খাওয়া আশুতোষের বই, হাফ প্যান্ট-ল্যাঙট পরা মামাদের পিচ্চিবেলার ছবি, সৌমি ভাইয়ার উলের হাতমোজা, নানা ভাইয়ের হোমিও প্যাথেটিক ওষুধের ফাইল, কিচ্ছু বাদ ছিলোনা। সেসবের ভিড়ে আম্মুর একটা সার্টিফিকেট খুঁজে পেয়েছিলাম।
আজকাল পত্রিকার সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের, খুব সম্ভবত ১৯৯৩ থেকে। অচ্ছেদ্য বাঁধনে আমি বাধা ছিলাম পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সাথে। আলোচনা বা সমালোচনা , সম্পাদক অশোক দাশগুপ্তের কলাম " নেপথ্য ভাষনের " , মন্ত্রমুগ্ঘে...