কথা কিন্তু কথার নিচে মুখোশ পরা,
মিথ্যা হয়ে লুকিয়ে আছে ট্রয়ের ঘোড়া।
দরজা খুলে আনছো তাকে ভেতর বাড়ি,
মিষ্টি হেসে রাখছো যেন বন্ধু ভারি।
কথার পেটে লুকিয়ে যারা ছদ্মবেশে,
খেলনা হয়ে আত্মহারা তোমায় ঘেঁষে।
একটু পরে রাজপ্রাসাদে কথার সুরে,
চাঁদের মতো যখন তুমি আকাশ জুড়ে-
গুপ্ত খুনি ওই কথারা হঠাৎ এসে,
তোমার জিভে আলতো করে পড়বে বসে।
তখন তুমি নিজের কথা হারিয়ে তাতে,
ঘোড়ায় চড়িয়া মর্দ্দ...
-হামানদিস্তা
অবশেষে হিন্দুস্তান হইতে ঘোড়া আসিল। তাহা হইলে সত্যিই কি তিনি ঘোড়া আকাশে উড়াইবেন? আমরা মূর্খের দল, ভাবিয়াছিলাম কথার কথা। এখন দেখিতেছি জেনারেল সাহেব নিছক কথার খাতিরে কথা বলেন নাই।
এই যেমন সেদ...