Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

বাবা শৈশব ছেলেবেলা

বাবার প্রতি ঘৃনা

মির্জা এর ছবি
লিখেছেন মির্জা (তারিখ: বিষ্যুদ, ২৮/০২/২০০৮ - ৬:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজিমপুর গেইট দিয়ে নিউ মার্কেট ঢুকে হাতের ডান দিকে গ্যালে চার-পাচটা দোকান পরই ছিল পর-পর দুটা খেলনার দোকান। আমার ছোটবেলার স্বপ্নের সব খেলনা পাওয়া যেত ঐ দুটো দোকানে। মায়ের ব্যাগ থেকে একবার পাচটাকা চুরি করে ঐ দোকানে গিয়েছিলাম ২৫ টাকা দামের একটা গাড়ি কিনতে। মশা তাড়ানোর মত তাড়া খেলাম দোকানির কাছ থেকে।
শেষ পর্যন্ত এ্যারোপ্লেনের আকৃতির এক প্লাষ্টিকের কৌটার এক কৌটা টিক-টিকির ডিম কিনল ...