প্রথমে
দু’জন মানুষ
তৃতীয় নয়ন এবংএকটি উপত্যকায় দাবানল শুরু।
তৃণেরা জ্বলতে থাকে
মাটি জ্বলে
পৃথিবীও।
দুটি মানুষ, সংগে নিয়ে আসা ক্যাম্পফায়ার,
তারপর একদিন পৃথিবীটা জ্বলতে শুরু করে।
-মাছরাঙ্গা, http://machranga.blogspot.com/2008/03/blog-post_9164.html
আকাশে উড়ছে অনেকগুলো কাক। আর গুটিকয়েক চিল। কাকের দলেরা পিছু নেয়, চিলেরা হঠাৎ নেমে আসে। মনে হতে থাকে যেন দ্রুত নেমে আসছে মাটির বুকে। না তা হয়না। হতে নেই, চিলেদের স্বভাবে এভাবে তাড়া খেয়ে মাটিতে নামার নিয়ম নেই। আর কাকেদের ফিরে আসারও...
পৃথিবীর তাবৎ জোছনা জ্বলতেছে
অনেকগুলি ভালোর মাঝে কয়েকটা খারাপ থাকাটা যেমন
অপরিহার্য তেমন তোমার স্মিতহাস্য
হঠাৎ রোদ্র হ্রাস পেতে পেতে থেমে যায়
ছায়ার ঘনত্বে
তবুও আয়ত কাজল রেখায় সমাসীন
পৃথিবীর তাবৎ জোছনা
জ্বলতেছে আগুন হয়ে
...