ছবি নিয়ে কারিকুরি
কিছু-মিছু - ২
লিখেছেন এক লহমা [অতিথি] (তারিখ: বুধ, ০৩/০১/২০১৮ - ৫:২৫পূর্বাহ্ন)ক্যাটেগরি:
- কি করছ?
- কে?
- আমি, এই যে এখানে।
- ও তুমি! কি চাও?
- তোমার আয়নায় ধরো আমায়।
- তারপর?
- আমার স্বপ্ন সফল করবে - সাজিয়ে তুলবে আমায়!
- তাই? অনেক কিন্তু সইতে হবে!
- আচ্ছা!
- হেসো না।
- বলো, শুনছি।