জানেন হয়তো, প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য সাধারণ মানুষে করোনাটিকা কার্যক্রম শুরু করেছে। সুখের খবর। তবে টিকাবিরোধী বহুধরনের আলোচনা পশ্চিমাবিশ্বগুলোতে যেমন আছে তেমন আমাদের এলাকায়ও প্রচলিত। হুজুরেরা প্রায়ই বয়ান দেন যে টিকা দিলে, তা যে টিকাই হোক, সন্তানোৎপাদন ক্ষমতা হ্রাস পাবে বা চলে যাবে। তেমন কোন প্রমাণ যদিও বৈজ্ঞানিকভাবে কেউ পেশ করতে পারেন নাই। আরেকটা তর্ক আমাদের মুসলিম বিশ্বে সবসময় থাকে, নতুন ক