আমাদের পীরগণ
"যাহার কোনো পীর নাই তাহার পীর শয়তান"।
কবি এবং নবীতে আদতে খুব একটা পার্থক্য নেই।
তবুও নবীকে - কবি বললে
নবীর আঁতে ঘা লাগতেই পারে;
নবীকে তো আর কবির মতো অলস হলে চলে না।
অন্যদিকে ভাবুন একবার:
কবিকে - নবী বললে
ব্যাটাদের অহংকার
মাতারীর দেমাগে রূপান্তরিত হয় কত দ্রুততায়...