Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

প্লাটিনাম জুবিলী

ডাকুইন

তানভীর এর ছবি
লিখেছেন তানভীর (তারিখ: রবি, ০৫/০৬/২০২২ - ৮:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ডাকুস্তান মেতেছে উৎসবে আজ,
শোভাযাত্রা, প্রাসাদে সাজ।
সাত দশকের লুটপাটের কাম,
সর্দারনীর জুবিলী প্লাটিনাম।
দলে দলে ভক্তরা তাই,
নেচে-কুঁদে গাইছে সবাই-
'গড শেইভ দ্য কুইন'
প্রণাম লহো ডাকু সর্দার- তুমি ডাকুইন।