চিঠি ------------
একখানা সমুদ্র ছিল তবু তার ঘর ছিল না; একখন্ড কুয়াশায় গোপনে গোপনে ছিল না আড়াল; রক্তের কোলাহলে আগুন ছিল, কেন হায় ছিল না তাপ?
অঝোর ধারায় বৃষ্টি পরেই যাচ্ছে, একমূহুর্তও দম নেওয়ার যেন বিরাম নেই। এতো এতো জল আকাশ যেন তার দু'বাহু দিয়ে লুকিয়ে রাখে কোন এক সুন্দর মূহুর্তে ঝরিয়ে দেবার জন্যে। আজ কি তেমনি একটা মূহুর্ত? চুপচাপ দাঁড়িয়ে তাই ভাবছিল দু'বান্ধবীর একজন........