সুন্দর একটা সকাল ছিলো আজ। রাতের স্বপ্নের সিড়ি বেয়ে সকাল এলো। আমি চোখ মেলতে চাইনি।আমার দু'চোখের তারায় ঘুরে বেড়াচ্ছিল লালমনিরহাটের সাহেব পড়ার বাসাটা। স্বপ্নে পাশের বাসার হীরা আপাকে দেখলাম। হীরা'পার সেই অসুখ অসুখ মুখটা_ ভ্যাজ...