১
বাবা মা চলে গেলে কিচ্ছু ভাল্লাগেনা বৈশাখীর। কত করে বলল, ভালো হয়ে থাকবে। তাও ওরা শুনলো না? তিনতলার জানালা দিয়ে বাইরে তাকায়। চারদিক কি সুন্দর হালকা ছাইরঙে ছেয়ে আছে , গাছের পাতাগুলো নড়ছেনা একদম। এমন একটা দিনে ঘরে থাকা যায়?
বাংলাদেশে মার্চ থেকে মে মাস- এ সময়টায় আমরা টর্নেডো, শিলাঝড় এবং কালবৈশাখীর আনাগোনা দেখি। এগুলোর প্রতিটি ভিন্ন ভিন্ন প্রকৃতির হলেও এ সময় এদের প্রকোপ বেশী হবার প্রাথমিক কারণ একটাই। বেশী জটিল ব্যাখায় না গিয়ে খুব সাধারণভাবে বলা যায়...