চাঁদ জ্বলে। নারকেলের কচি পাতায় চকচকে; কিংবা নিস্তব্ধতার শান্ত শয়ানে, গহীন বনে, পায়ে হাঁটা অচেনা পথে পথে। চাঁদ জ্বলে। বাঁদুড়েরা শিকারে নামে, নিরীহ অভ্যাসে জ্বলজ্বলা চোখে জল খেলে ঢল নামে, ভয় দেখা ভ্যাম্পায়ার। হয়তো ভোরে দু'ডানা দু'...