Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

রম্য ছড়া

বিফলে মূল্য ফেরৎ...

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ২৩/০২/২০০৯ - ২:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিফলে তার মূল্য ফেরৎ
গ্যারাণ্টি তার নামে
সেই ভরসায় চান্দুমামা
নিলেন চড়া দামে।

স্বপ্নে পাওয়া তাবিজ নাকি
দারুণ কার্যকর
কার্যসিদ্ধি করেই ছাড়ে
ঝেঁটে শরম ডর।
মামী একটা হবেই এবার
কেমনে ফস্কে আর
জমবে খেলা দেখবে সবাই
আসছে মঙ্গলবার।

দিনটা হলো কৃষ্ণপক্ষের
অমাবস্যা তিথি
এক দমে তা বাঁধতে হবে
এ-ই তাবিজের রীতি।
সুড়সুড়িয়ে না এসে পার
কেমনে পাবে শুনি
চুলের গোড়ায় তাবিজ বাঁধা-
কই যাবি ...


হেল্প! হেল্প!!

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: মঙ্গল, ২১/১০/২০০৮ - ৬:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

এতো দেখি বড় মুশকিলে কথা
সংগে জুড়েছে চিন্তা
মেল খুলে দেখি লাভ ইউ বলেছে
বম্বের প্রীতি জিনতা। ইয়ে, মানে...

ওদিকে আবার অনুরোধ নামা
পড়ে আছে গোটা বিশটে
ওরা নাকি সব ঠাই...


শ্যালিকা বিভ্রাট এবং একজন ধূসর গোধুলি

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: মঙ্গল, ১৫/০৪/২০০৮ - ৪:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ধূসর গোধূ চায়না বধু চায় শুধু সব শ্যালিকা
চিকনা,মোটা,হোৎকা,পেটুক হোকনা নেহাত বালিকা!
গায়ের গড়ন শ্যামলা বরণ,ছাই রঙা বা হোক কালো
সবকিছুতেই বান্দা রাজি ধূসর গোধু লোক ভালো। হাসি
যতই মেয়ে হোক খরুচে ব্র্যান্ড ফেভারিট আরমানি
বাংলাদেশি খা...