মদের বোতল থেকে
বেরিয়ে এলে মনে হয়,
পৃথিবী দুলছে!
জানপ্রাণ বাজি ধরে,
টলতে টলতে মানুষ ও ধ্বংস
লড়ছে কুস্তি-
মদের ভেতর
এই সব নাই, সানজিদা ও আমি
এখনো খুব ভালো বন্ধু, হাত ধরে
কার্জন হলের লনে হেঁটে বেড়াই, আঙুল কেটে
চিঠি লিখি-
রক্তের সেই সব অক্ষর
যতো পুরোনো হয়
নেশার বুদ্বুদ বাড়ে, মনে হয় জাতিসংঘের
শান্তি এসে জড়ো হচ্ছে
ক্রমাগত
বেরোলেই ভয়,
লাল লাল চোখ করে
সচলায়তন ডুবছে আর ভাসছে। সচল মেতেছে মাতলামিতে।
শুরুটা হয়েছিল সচলায়তনের জন্মদিন উদযাপন করতে গিয়ে- এভাবে।
কারিশম্যাটিক ব্লগার হিমুভাইয়ের অ্যালকোহল চেখে দেখার ইতিহাস হিট হবার পর গতসপ্ত...