সাইফের কাহিনী
কাস্টমার সার্ভিসে চাকরি করা সব'চে খারাপ দিক কোনটা- বলা মুস্কিল। সারাক্ষণ দাত বের করে থাকা আর ক্লায়েন্টদের হাস্যকর আব্দার শুনে না হাসা - এই দুটোই আমার কাছে সমান কষ্টকর মনে হয়। তবে না হাসাটাই বোধহয় বেশি কঠিন। অদ্ভুত বৈপরীত্য কাজ করে মানুষের জীবনে। একই সাথে হাসা এবং না-হাসা দুটোই কঠিন।
১.
মোকলেস সাহেবের সাথে আসগর সাহেবের জমিজমা ঘটিত গ্যাঞ্জাম অনেকদিনের। কিছুদিন আগে আজগর সাহেব সাবেক ক্ষমতাসীন দলের সহায়তায়, মোকলেস সাহেবের বাড়ির পেছনে পূবদিকের প্রায় কাঠা দুয়েক জায়গা দখল করে ফেলেন। সরকার বদলানোর পরদিন থেকেই ম...