একজন লোক, ধরা যাক তার নাম ক।
আরেকজন লোক, তার নাম ধরি খ।
ক এবং খ, দু'জনই মানবসভ্যতার এক ক্রান্তি লগ্নের মানুষ। পৃথিবীতে একমাত্র ক-ই পারেন গল্প, উপন্যাস অর্থাৎ সাহিত্য রচনা করতে। তাই সারা পৃথিবী জুড়ে মানুষের কাছে ক এর চাহিদা আকাশজোড়া। ক যাই লিখুন না কেন, সবাই গোগ্রাসে পাঠ করে আর অবাক বিস্ময়ে ভাবে, কী ভাবে পারে একটা মানুষ এরকম লিখতে !
ক এর সবই ভালো, শুধু সমস্যা একটাই, ক বড্ড ভুলোমনা। প...